বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪   জ্যৈষ্ঠ ১ ১৪৩১   ০৮ জ্বিলকদ ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
সারাদেশে আজ থেকেই ‘নো হেলমেট, নো ফুয়েল’কার্যকরের নির্দেশ প্লাস্টিক বর্জ্যে সড়ক: অতিরিক্ত গরমে গলবে না বিটুমিন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপকারভোগী বাড়ছে ভারতের নির্বাচনের পর ভিসা সহজ করা নিয়ে আলোচনা মাতৃমৃত্যু রোধে বাংলাদেশের সাফল্য অভাবনীয়: ইউএনএফপিএ
২৮৭৬

আল্লু অর্জুন অভিনেতা না হলে কী হতেন?

বিনোদন ডেস্ক:

প্রকাশিত: ১৩ মার্চ ২০২০  

আল্লু অর্জুন ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা। স্টাইলিশ হিরো হিসেবেই তিনি অনেকের কাছে পরিচিত। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেতা।

কিন্তু অভিনেতা না হলে আল্লু কী হতেন? এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অ্যানিমেটর হতে চেয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করি।’

এই অভিনেতার বাবা আল্লু অরবিন্দ একজন প্রযোজক। পাশাপাশি তার অত্মীয়-স্বজনদের অনেকেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির নামকরা তারকা। তাদের দেখেই রুপালি জগতে পা রাখেন তিনি। আল্লুর ভাষায়, ‘যখন পরিবারের সবাই সিনেমা জগতের সঙ্গে যুক্ত থাকেন এর প্রভাব পড়ে। যা-ই করেন না কেন, সিনেমা জগতেই ফিরে আসতে হয়। এই জগতের আলাদা একটা আকর্ষণ রয়েছে।’
আল্লু অর্জুনের চাচা অভিনেতা চিরঞ্জীবী, পবন কল্যাণ। এছাড়া চাচাতো ভাই অভিনেতা রাম চরণ। তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা রয়েছে কিনা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একদমই না। এটি সম্পূর্ণ নিজস্ব জার্নি। কোনো প্রতিযোগিতা নেই। বাহির থেকে দেখে মনে হয়— সবাই এই দৌড়ের অংশ, একসঙ্গে ছুটছি। কিন্তু ভেতর ভেতর এটি যোগ্যতা দিয়ে সম্পূর্ণ নিজের সঙ্গে প্রতিযোগিতা।’

আল্লু অর্জুনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা আলা বৈকুণ্ঠপুরামুলো। ত্রিবিক্রম পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন— পূজা হেগড়ে, টাবু, নিবেতা পেথুরাজ, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। বক্স অফিসে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে এটি।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা