শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
১০৪৮

সোনার দাম ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২  

আন্তর্জাতিক বাজারে সোনার ব্যাপক দরপতন হয়েছে। বৃহস্পতিবার স্পট মার্কেটে আন্তর্জাতিক বাজার আদর্শ সোনার দাম ১ দশমিক ২ শতাংশ কমেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিজনেস রেকর্ডার এক প্রতিবেদনে আরো জানায়, সোনার দাম কমে প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৬৭৪ ডলার ৯৯ সেন্টে। গত ১৮ মাসের মধ্যে যা সর্বনিম্ন। সবশেষ ২০২১ সালের মার্চে এ দরে দামি ধাতুটি কেনাবেচা হয়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে যাচ্ছে। এতে দেশটির মুদ্রা ডলারের দাম বেড়েছে। পাশাপাশি মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে। 

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ সোনার সরবরাহ মূল্যও কমেছে। ১ দশমিক ১ শতাংশ তা নিম্নমুখী হয়েছে। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৬৯০ ডলার ৯০ সেন্টে।

আরজেও ফিউচার্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ ড্যানিয়েল প্যাভিলনিস বলেন, কয়েকদিন আগেও ইউএস ইল্ড নিম্নমুখী ছিল। তবে এদিন তা ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। স্বর্ণের দরপতনে যা প্রধান নিয়ামকের ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, ফেডের সুদহারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে গিয়ে চলতি সেপ্টেম্বরে সোনার মূল্য হ্রাস পেয়েছে। আগামী অক্টোবরেও তা অব্যাহত থাকবে। কারণ আবার সুদের হার বৃদ্ধি করতে যাচ্ছে তারা। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমছে।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর