শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
১৮৩

রাজ্যসভায় উঠছে বিতর্কিত নাগরিকত্ব বিল

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

ভারতের রাজ্যসভায় উঠতে যাচ্ছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। এর পূর্বে দেশটির লোকসভায় প্রায় ১২ ঘণ্টার একটি বিতর্কের পর বিলটি পাশ হয়। 

উচ্চকক্ষেও বিলটি পাশ করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ক্ষমতাসীন দল বিজেপি। দলটির এক সূত্র এসব তথ্য জানিয়েছে। খবর- এনডিটিভি

বুধবার দেশটির স্থানীয় সময় দুপুর ২টায় রাজ্যসভায় বিলটি উপস্থাপন করা হবে। রাজ্যসভায় বিলটি নিয়ে বিতর্ক চলবে প্রায় ছয় ঘণ্টা। এরপর বিল পাশ করা নিয়ে ভোটগ্রহণও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সোমবার লোকসভা এই বিলটি পাশ করে যা ভারতের পাশ্ববর্তী দেশগুলোর ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করবে। তবে মুসলিমদের জন্য এ বিলে বিশেষ কিছু নেই। 

বিতর্কিত বিলটিতে দেখা যায় যে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ ও জৈন, পারসি ও খ্রিষ্টানদের নাগরিকত্ব দেয়া হবে। তবে দেশগুলো থেকে আসা মুসলিমদের নাগরিকত্ব দেয়া হবে না। 

দেশটির বিরোধী দল প্রস্তাবিত আইনগুলোর বিরুদ্ধে দাঁড়ায় কারণ প্রথমবারের মত ধর্মের ভিত্তিতে ভারত নাগরিকত্ব দেয়ার আইনি পথ তৈরি করছে। 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর