বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৪ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ঈদের সময় রেমিট্যান্স এসেছে সাড়ে ৯ হাজার কোটি টাকা হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু: ওবায়দুল কাদের দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.১ শতাংশ: এডিবির পূর্বাভাস চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি দুটি যুদ্ধ জাহাজের পাহারায় আমিরাতের পথে এমভি আব্দুল্লাহ চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান বাংলাদেশে আশ্রয় নিলেন বিজিপির আরও ১৩ সদস্য
২২৮

যেভাবে হাতের লেখাকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০  

কম্পিউটারে বাংলা কম্পোজকারীদের জন্য সুখবর হচ্ছে, এখন থেকে আর লেখাগুলো কম্পোজ করতে হবে না। যেকোনো হাতের লেখা টেক্সটকে মিনিটের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করা যাবে। এমনকি পছন্দ মতো ফরমেট করে কারেকশনও করা সম্ভব হবে।

হাতের লেখাকে মাইক্রোসফট ওয়ার্ডে নিতে চাইলে প্রথমে প্রতি পৃষ্ঠার আলাদা আলাদা ছবি তুলে কম্পিউটারের ডেস্কটপে রাখতে হবে। তারপর গুগল অথবা মজিলা ব্রাউজার ওপেন করতে হবে। এর সঙ্গে আপনার জি-মেইল অ্যাকাউন্টটি অবশ্যই ওপেন করে রাখবেন। এবার গুগল ড্রাইভে ডেস্কটপে রাখা ফাইলগুলো আপুলোড করুন।

যে ফাইলটিকে প্রথমে কনভার্ট করতে চান, সেটিকে সিলেক্ট করলে গুগল ড্রাইভে চলে আসবে। এবার ওই ফাইলের উপর মাউসের কারসার রেখে রাইট বাটনে ক্লিক করুন। তারপর দেখতে পাবেন অনেকগুলো অপশন, এর মধ্যে উপরের দিকেই পাবেন ওপেন উইথ অপশন। এই অপশনের উপর কারসার নিলেই দেখা যাবে গুগল ডকস।

গুগল ডকসে ক্লিক করলে কিছুটা সময় নিবে। অর্থাৎ আপনার লেখাটা যদি বড় হয় সে অনুপাতে সময় নিবে। তারপর দেখতে পাবেন আপনার হাতের লেখা ইমেজটি। এর নীচেই আছে ওয়ার্ডে লেখা অংশটি। এখান থেকে লেখাটি ওয়ার্ডে সেইভ দিতে হলে উপরেই রয়েছে গুগল ডস্কের ফাইল মেনু। সেখানে থাকা ডাউনলোড অপশনের কাছে কারসার নিলেই ডান পাশে কতগুলো অপশন দেখা যাবে। সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করুন। লেখাটি মাইক্রোসফট ওয়ার্ডে ডাউনলোড হবে। সেটি এবার সেইভ করে রাখবেন।

এবার ইমেজের লেখার সঙ্গে ওয়ার্ডের লেখাটি মিলিয়ে নিবেন। হুবহু মিলে যাবে, তবে দু’একটি অক্ষর মিল নাও থাকতে পারে। সেই দুই একটি অক্ষরকে মেনুয়েলই সমাধান করে নিন।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা