শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
১৭৯

যুব বিশ্বকাপজয়ীরা সাধ্য অনুযায়ী গঠন করছেন একটি তহবিল

স্পোর্টস নিউজ

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

তামিম–মুশফিকরা নিজেদের বেতনের একটি অংশ দিয়ে গঠন করেছেন তহবিল। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী আকবর এখনো বেতনভুক্ত ক্রিকেটার হতে পারেননি। তবুও তাঁরা গঠন করছেন তহবিল।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর আকবর আলীদের যখন নিজেদের পরের ধাপে নেওয়ার কাজে ব্যস্ত থাকার কথা, তখন তাঁদের অলস সময় কাটছে ঘরে। করোনাভাইরাসে থমকে গেছে সবকিছু। কঠিন এ সময়ে আকবর-পারভেজদের বসে থাকা ছাড়া আর কীই-বা করার আছে!

যুব বিশ্বকাপজয়ীরা অবশ্য একেবারে বসেও নেই। করোনা মোকাবিলায় ‘সিনিয়র’দের মতো তাঁরাও এগিয়ে আসছেন। নিজেদের সাধ্য অনুযায়ী গঠন করছেন একটি তহবিল। বিষয়টি নিশ্চিত করে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী বললেন, ‘আমরা ছোটখাটো একটা তহবিল গঠনের চেষ্টা করছি। কয়েক দিনের মধ্যে হয়ে যাবে আশা করি। কত টাকার তহবিল হবে, কোথায় দেওয়া হবে, এসব এখনো ঠিক হয়নি।’

তামিম-মুশফিকরা বিসিবির বেতনভুক্ত ক্রিকেটার। তাঁরা বেতনের ৫০ শতাংশ দিয়ে তহবিল গঠন করেছেন। সদ্য বয়সভিত্তিক ক্রিকেটের সীমানা পেরোনো আকবররা বেতনভুক্ত খেলোয়াড় না হলেও তহবিল গঠন করতে খুব একটা অসুবিধা হচ্ছে না তাঁদের। মূলত যুব বিশ্বকাপ দলের স্কোয়াডে থাকা ১৬ খেলোয়াড় ও ৮ কর্মকর্তার অনুদানেই এই তহবিল হচ্ছে। তহবিল গঠনের কাজ সমন্বয় করছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার কায়সার আহমেদ। তিনি বললেন, ‘যাঁর যাঁর সামর্থ্য অনুযায়ী অবদান রেখে একটা তহবিল গঠন করতে যাচ্ছি আমরা। টাকা জোগাড় হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে, টাকাটা কোথায় দেব।’

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর