শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১   ১৬ শাওয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
১৮১

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গকে গুলির ঘটনায় ফের কারফিউ ভেঙে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০  

কৃষ্ণাঙ্গ নাগরিককে সরাসরি গুলি করার ঘটনাকে কেন্দ্র করে এবার উত্তাল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য। কারফিউ উপেক্ষা বিক্ষোভের ঘটনা ঘটেছে। 

সোমবার দেশটির উইসকনসিন অঙ্গরাজ্যে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে অঙ্গরাজ্যটির গভর্নর এরইমধ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

গত রোববার সন্ধ্যায় উইসকনসিনের কেনোশা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হন জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ। তাকে পেছনে থেকে বেশ কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে রোববার রাতেই হাজারো মানুষ বিক্ষোভ করতে সড়কে নেমে আসে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। জারি হয় কারফিউ। তবে কারফিউ উপেক্ষা করেই সোমবার রাতে আবারো সড়কে নামে বিক্ষোভকারীরা। কোর্টহাউসের সামনে জড়ো হয়ে তারা স্লোগান দিতে থাকে। পুলিশ সদস্যদের লক্ষ্য করে বোতলও ছুড়ে মারে তারা। এর কিছুক্ষণ পরই সড়কে ন্যাশনাল গার্ড সদস্যদেরকে টহল দিতে দেখা যায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, রোববার রাতে কেনোসা শহরে গাড়িতে ওঠার জন্য ২৯ বছর বয়সী জ্যাকব ব্লেক যখন হেঁটে যাচ্ছেন তখন তাকে অনুসরণ করছে দুই পুলিশ সদস্য। ব্ল্যাক গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে তার পিঠে সাতবার গুলি করে তাদেরই একজন। সে সময় গাড়ির ভেতরে বসে থাকা তার তিন সন্তান পুরো ঘটনা দেখতে পায়।

সোমবার ব্লেকের বাবা জানিয়েছেন, তার ছেলের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল আছে।

উইসকনসিনের আইন মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। অঙ্গরাজ্যটির অপরাধ তদন্ত বিভাগ এ ঘটনায় তদন্ত করছে।

এর আগে গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর বর্ণবাদবিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়। যুক্তরাষ্ট্রের সর্বত্র এবং বিশ্বের বিভিন্ন দেশে ওই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যভিত্তিক পুলিশ বিভাগকে বিলুপ্ত করার দাবিও জানায় কেউ কেউ। তার মধ্যেই বিভিন্ন অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হতাহত হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর