শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
৪১৪

মিরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিউজ ডেস্ক:

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা চত্বর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময়ে উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান কামারুল আরেফিন, প্রশাসনের পক্ষে ইউএনও লিংকন বিশ্বাস, পুলিশ প্রশাসনের পক্ষে ওসি আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, উপজেলা জাসদের পক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ও আহাম্মদ আলী, পৌরসভার পক্ষে মেয়র হাজী এনামুল হক, প্রেসক্লাবের পক্ষে সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়াও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষে থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রকিবুল হাসান, মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, নজরুল করিম, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ। অন্যদিকে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, সহ-সভাপতি কাঞ্চন কুমার হালদার, সাবেক আহ্ববায়ক হুমায়ূন কবির হিমু, অর্থ-সম্পাদক মজিদ জোয়ার্দ্দার, দপ্তর সম্পাদক ফিরোজ আহাম্মেদ, প্রচার সম্পাদক আহসান হাবীব উজ্জল, সদস্য অধ্যাপক আব্দুস সালাম, জমির উদ্দিন, আমলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হামিদুল ইসলাম, সহ-সভাপতি সিদ্দিক আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলাম হীরা, সাংবাদিক জাহিদ হাসান, আলম মন্ডল, হাফিজুর রহমান, মালেক জোয়ার্দ্দার প্রমুখ।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর