বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত শিল্পায়ন করতে হবে ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর এক সফটওয়্যারের আওতায় সব সরকারি চাকরিজীবী
১৭০

মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার

প্রকাশিত: ১৮ মে ২০২১  

করোনার প্রভাবে ধুকছে পুরো বিশ্ব। অনেক ক্ষেত্রে কর্মহীন হয়ে পড়ছে হাজারো মানুষ। যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে দিনে দিনে বাড়ছে হতাশা, সেখানে দারুন সুখবর দিল বাংলাদেশ। পিছিয়ে পড়ার পরিবর্তে অগ্রগতি হয়েছে বাংলাদেশের। বেড়েছে মাথাপিছু আয়।

সবশেষ ১৭ মে প্রাপ্ত তথ্য বলছে, দেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ২২৭ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা। গত বছর বার্ষিক মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার। সে হিসেবে মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার, যা আগের বারের চেয়ে ৯ শতাংশ বেশি।

শুধু তাই নয়, এর পাশাপাশি বেড়েছে জিডিপির পরিমানও। বর্তমানে এ সংখ্যাটা ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা। আগে যা ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩২৮ কোটি টাকা।

সুখবরটা এল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সোমবার (১৭ মে) মন্ত্রিসভার বৈঠকে তথ্যটি জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় বৈঠকে আনন্দঘন একটি পরিবেশ তৈরি হয়। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তথ্যটি প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব।

বাংলাদেশ পরিসংখ্যান বুরো বিবিএসের প্রাপ্ত তথ্যমতে ২০১৯ -২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ। সে হিসেবটিকে সাময়িক জানানো হলেও পরবর্তীতে ২০২০-২১ অর্থবছরের শেষদিকেও সেটি এখনো ঠিক করা হয়নি।

যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রক্কলন করেছিল, ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশে নেমে আসতে পারে।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর