শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
৩১৫

ভ্যালেন্টাইনস ডে’তে প্রেমপত্র পাঠানো যাবে মহাকাশের এই ঠিকানায়

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১  

মহাকাশের ঠিকানায় যাবে প্রেমের চিঠি। বিষয়টি আশ্চর্যজনক মনে হলেও সত্যি। এবার মহাকাশযানে করে চিঠি চলে যাবে গন্তব্যস্থলে। এর মাধ্যমে পার্থিব ভালোবাসা এবার চলে যাবে অনন্ত মহাকাশে।
আনন্দবাজারর প্রতিবেদন অনুসারে, সামনের ভ্যালেন্টাইনস ডে থেকেই শুরু হচ্ছে মহাকাশে ভালোবাসা ছড়িয়ে দেয়ার এই প্রয়াস। এর শরিক হতে পারে যে কেউ-ই। ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের মহাকাশ গবেষণা সংস্থা ‘ভার্জিন গ্যালাক্টিক’-এর পাঠানো মহাকাশ যানের মাধ্যমে আমার, আপনার সেই ভালোবাসার বার্তা পৌঁছে দেয়া হবে মহাকাশে।

আমাদের প্রেমিক বা প্রেমিকা অথবা খুব কাছের আত্মীয়পরিজন, প্রতিবেশীকে পাঠানো সেই বার্তার জবাবও পাওয়া যাবে। মহাকাশের সেই ‘রানার’-এর নাম ‘ইউনিটি’। ভার্জিন গ্যালাক্টিক এই অভিযানের নাম দিয়েছে ‘মেক স্পেস ফর লাভ’।

ওয়াশিংটনে ভার্জিন গ্যালাক্টিকের এক পদস্থ কর্মকর্তা বলেছেন, বহু প্রাণী বা উদ্ভিদের মতোই পৃথিবী থেকে উত্তরোত্তর বিলুপ্ত হয়ে যাচ্ছে ভালোবাসা। প্রেম। বাড়ছে যুদ্ধ, প্রতিযোগিতা, হিংসা ও বৈষম্য। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ অভিনব পরিকল্পনা নেয়া হয়েছে।

ওয়াশিংটনে ভার্জিন গ্যালাক্টিক-এর এক পদস্থ কর্মকর্তার মতে, বহু প্রাণী বা উদ্ভিদের মতোই পৃথিবী থেকে উত্তরোত্তর বিলুপ্ত হয়ে যাচ্ছে ভালবাসা। যুদ্ধ, প্রতিযোগিতা, হিংসা, বিদ্বেষ, বৈষম্য, বিরোধিতার দৌলতে ভালবাসা তলানিতে এসে ঠেকেছে। মানুষ একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। অথচ ভালবাসাই আমাদের বাঁচিয়ে রাখার অন্যতম শক্তি। তাই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, প্রতিরোধ গড়ে তুলতেই এই অভিযানের পরিকল্পনা।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা