মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ২ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
সমৃদ্ধ ও স্মার্ট ভবিষ্যৎ নির্মাণে একযোগে কাজ করার আহ্বান ইরান-ইসরাইল উত্তেজনা নিরসন ও গাজায় হত্যাযজ্ঞ বন্ধ চায় বাংলাদেশ ৬ বিভাগে বইছে তাপপ্রবাহ, আরও বাড়বে গরম প্রথম ধাপের মনোনয়ন দাখিলের শেষ সময় আজ ট্রেনে স্বস্তিতে ঢাকায় ফিরছেন অনেকে
১১৪

ভেড়ামারায় জুয়া খেলার সরঞ্জামসহ আটক ১০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১  

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জুয়া খেলার সময় হাতেনাতে ১০ জনকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়নের (র‍্যাব-১২) সদস্যরা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার দক্ষিণ রেলগেইট সংলগ্ন মেসার্স খালেক ফিলিং ষ্টেশনের পাশের একটি ঘরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব। এ সময় জুয়া খেলার ৬,২৫৫ টাকা, ২০টি সিমকার্ডসহ ১০টি মোবাইল ফোন ও তিন প্যাকেট তাস জব্দ করা হয়।      

আটককৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার মোঃ আলতাব হোসেনের ছেলে মোঃ সাইদুর রহমান (৩৮), মৃত খোদা বক্সের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩২), মৃত আনোয়ার মালিথার ছেলে মোঃ খলিলুর রহমান (৪৪), মোঃ আমির মন্ডলের ছেলে মোঃ আঃ রহমান (৩২), মোঃ মাহাতাব উদ্দিনের ছেলে মোঃ রানা আলী (৩২), মোঃ জলিমুদ্দিন মোল্লার ছেলে মোঃ ইসরাইল হোসেন (৪০), শ্রী রতন বিশ্বাসের ছেলে শ্রী সনাতন বিশ্বাস (৩০), মোঃ রিফাউদ্দিনের ছেলে মোঃ রিপন (৩১), মৃত আঃ আলীর ছেলে মোঃ মাসুদ (৪৫), মোঃ নুর ইসলামের ছেলে মোঃ রাজন আলী (৩২)। 

র‍্যাব-১২, সিপিসি-১ সূত্রে জানা গেছে, জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলায় অভিযান চলায় র‍্যাব। এ সময় উপজেলার দক্ষিণ রেলগেইট সংলগ্ন মেসার্স খালেক ফিলিং ষ্টেশনের পাশের একটি ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জনকে আটক করা হয়।

আটককৃতদের ভেড়ামারা থানায় হস্তান্তর করে র‍্যাব বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করেছে। 
 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর