শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
১০৫

ব্যাটিং ধস নিয়ে ভয়

প্রকাশিত: ১৪ মে ২০২২  

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে চারদিন লড়াই করার পর এক সেশনের ব্যাটিং বিপর্যয়ে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেই একই গল্প। একবার ধস নামলে আর প্রতিরোধের জন্য শক্ত বাঁধ দিতে পারেননি মুমিনুলরা।

ঘরের মাটিতে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের সিরিজেও ভয় সেই ব্যাটিং ধস নিয়ে। কোচ বারবার ব্যাটারদের বলছেন, খারাপ সেশন আসতেই পারে, কিন্তু সেটা যেন বেশি খারাপ না হয়। শুক্রবার সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমাদের যে সেশনটা বাজে যায় সেটা খুবই বাজে যায়। দেখা যায় এক সেশনেই ছয়-সাত উইকেট নেই। এটা দলের জন্য বড় দুর্ভাবনার কারণ। এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজছি আমরা। সবার সঙ্গে কথা বলছি। ড্রেসিংরুমে ধীরস্থির থাকার চেষ্টা করছি, যেন এমন অবস্থা হলে সবাই সামাল দিতে পারে। সবাইকেই আলাদাভাবে বলা হচ্ছে।’

প্রধান কোচ বলেন, ‘ধসের আভাস পেলেই যেন সেটা থামাতে পারি। ব্যাটিং ধস ক্রিকেটেরই অংশ। একটি, দুটি উইকেট হারাতে পারি, কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে সেটা যেন পাঁচটা না হয়ে যায়।’

দক্ষিণ আফ্রিকা সফরের রেশ শ্রীলংকার বিপক্ষে টানতে হবে না বলে বিশ্বাস কোচের। তিনি বলেন, ‘জেমি সিডন্স যেমন বলেছেন, দক্ষিণ আফ্রিকায় আমাদের ভালো কিছু পারফরম্যান্সও ছিল। কিন্তু দুই ম্যাচেই দ্বিতীয় ইনিংসটা ভালো হয়নি। ছেলেদের সব সময় বৈরী কন্ডিশনে ব্যাটিংয়ে নামতে হয়েছে। ওই সিরিজের রেশ মনে হয় থাকবে না।’

মুশফিকুর রহিমের আত্মঘাতী রিভার্স সুইপ শট নিয়ে ডমিঙ্গো বলেন, ‘কোনো শট নিয়ে যদি কারও আত্মবিশ্বাস থাকে, আস্থা থাকে এবং সে যদি মনে করে এটা ভালো বিকল্প, সেই শট খেলায় সমস্যা নেই। আমার মতে, শট খেলার সময়টা গুরুত্বপূর্ণ, কখন শটটি খেলা উচিত এবং কেন ওই শট খেলা প্রয়োজন। রিভার্স সুইপ শট ভালো খেলে মুশফিক। এই শটে অনেক রানও পেয়েছে সে। শুধু সময়টা গুরুত্বপূর্ণ, কখন এই শট খেলবে।’

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর