শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
২১৯

বিয়ে করেছেন? মানুষটি সঠিক কিনা জেনে নিন পাঁচ লক্ষণে

নিউজ ডেস্ক:

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

বিয়ে প্রতিটি মানুষের জীবনেই গুরুত্বপূর্ণ। কারণ একজন মানুষ কখনোই একা জীবন পারি দিতে পারে না। সঙ্গে চলার জন্য পাশে কাউকে অবশ্যই দরকার হয়।

তবে এই ক্ষেত্রে সঠিক মানুষকে বিয়ে করলে জীবন উত্তেজনাপূর্ণ ও আনন্দের হয়। আর না হলে জীবন নরকে পরিণত হয়ে যায়। যদি আপনি বিয়ে করে থাকেন, তবে অবশ্যই জানা প্রয়োজন জীবনসঙ্গী হিসেবে সঠিক মানুষকে পেয়েছেন কি না? চলুন তবে জেনে নেয়া যাক পাঁচটি লক্ষণ দেখেই-

আপনার মূল্যবোধকে সম্মান করে
দম্পতিদের মধ্যে একজন আরেকজনের মূল্যবোধকে সম্মান দেয়া জরুরি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পছন্দের পরিবর্তন হয়। তবে মূল্যবোধ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একই রকম থাকে। আর আপনার সঙ্গী সেই মূল্যবোধকে সম্মান করলে ভাগ্যবান আপনি।

স্বাধীনতা
নিজেদের মধ্যে তো সময় কাটাবেনই, তাই বলে কি নিজের জন্য সময় রাখবেন না? প্রত্যেকেরই কিন্তু একটি আলাদা জগৎ লাগে, আলাদা সময়ের প্রয়োজন হয়। একে অপরকে এক্ষেত্রে স্বাধীনতা দেয়াটা পরিপক্ব সম্পর্কের লক্ষণ। দেখুন তো, আপনার সঙ্গী আপনাকে সেই জায়গাটুকু দিচ্ছে কি না?

সে বিশ্বাসী
বিশ্বাস যেকোনো সম্পর্কের ভিত। ভালোবাসার মানুষ বিশ্বাসী হলে মন, আত্মা উজাড় করে দেয়া যায়। কারণ, আপনি জানেন সে আপনার বিশ্বাসের মূল্য দেবে। বিশ্বাস ছাড়া সম্পর্কে ভয় ও নিরাপত্তাহীনতা বাসা বাঁধে। আর সঙ্গী বিশ্বাসী হলে নিঃসন্দেহে ভাগ্যবান আপনি।

তার কাছে স্বস্তি পান
বিয়ে করার দীর্ঘ সময় যাওয়ার পর অনেকে ক্লান্ত হয়ে পড়েন। অনেকের ক্ষেত্রেই মনে হয় যেন আটকে পড়েছেন কোথাও। এ থেকে মুক্তি মিলছে না। দেহ-মনের ওপর এক ভয়াবহ চাপ পড়ছে। এমন হলে সে সম্পর্ক যে মোটেই সুখকর নয়, তা তো আর বলার অপেক্ষা রাখে না। এর বিপরীত ঘটলে, অর্থাৎ সঙ্গীর সঙ্গে দীর্ঘদিন কাটার পরও আপনি স্বস্তিবোধ করলে, অবশ্যই সে আপনার জীবনের শ্রেষ্ঠ পছন্দ।

স্বাস্থ্যকর খুনসুটি
স্বাস্থ্যকর খুনসুটি বা ঝগড়া যেকোনো সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। আর প্রেম বা বিয়ের মতো সম্পর্কে তো মতভেদ থাকবেই। তবে এটি যেন কখনো ভয়ানক পর্যায়ে পৌঁছে না যায়। আপনার সঙ্গী আপনাকে সম্মান করলে, আপনার সমস্যাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করলে সে সম্পর্কের ব্যাপারে যথেষ্টই যত্নবান। কেবল সে কেন, আপনিও যদি তার ক্ষেত্রে একই কাজ করেন, তাহলে আপনারা দুজনই বেশ পরিপক্ব।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর