শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন কাতারের আমির চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি ১১৫ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি আটক ৫০ বছরে বাংলাদেশের সাফল্য চোখে পড়ার মতো মন্ত্রী-এমপির প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান
২০১

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ছাড়ালো

স্বাস্থ্য ডেস্ক:

প্রকাশিত: ১০ জুলাই ২০২০  

করোনায় ফের রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রায় দুই লাখ ২২ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। গত একদিনে এ তালিকায় আরো যোগ হলো পাঁচ হাজার ৪০৪ জন।

 বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ৪০৫ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭১ লাখ ৮৭ হাজার ৩৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ এক হাজার ১৯৯ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ৪২ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৫৯ হাজার।

যুক্তরাষ্ট্রে গত একদিনেও মৃতের সংখ্যা হাজারের কাছাকাছি। ২৪ ঘণ্টায় আরো ৬১ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৩২ লাখ ১৯ হাজার ৯৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮২২ জনের।

মেক্সিকোতে একদিনের ব্যবধানে প্রাণ গেছে আরো ৭৮২ জনের। এ পর্যন্ত দেশটিতে ৩৩ হাজারের বেশি মৃত্যু হয়েছে, আক্রান্ত পৌনে ৩ লাখ। হঠাৎই একদিনে সোয়া ২শ’ মৃত্যু হয়েছে ইরানে। ২শ’র কাছাকাছি মৃত্যু দেখেছে কলম্বিয়া, পেরু, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চিলি ও ইরাক।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর