বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৩ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
২৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ভায়াডাক্ট স্থাপন শুরু চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান দেশে কমেছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সংখ্যা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন
৭৬

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রস্তুতি শুরু

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেওয়া মাওলানা জোবায়েরপন্থীরা চলে যাওয়ার পর গতকাল মঙ্গলবার সকালে দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে টঙ্গীর ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হয়েছে। ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজক মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীরা।

সকাল ১১টার দিকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন দুই পক্ষের মুরব্বিদের উপস্থিতিতে ময়দান বুঝিয়ে দেয়। এ সময় প্রথম পর্বের মুরব্বি প্রকৌশলী মাহফুজ, মিডিয়া সমন্বয়কারী জহির ইবনে মুসলিম এবং দ্বিতীয় পর্বের মুরব্বি প্রকৌশলী শাহ মো. মহিবুল্লাহ, প্রকৌশলী মো. নূর মোহাম্মদ, মো. আব্দুস সালাম, রেজাউল করিম ও হাজি মনির হোসেন উপস্থিত ছিলেন।

আগামী ২০ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদের পারে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এই পর্ব শেষ হবে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান জানান, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাতেই প্রথম পর্বের অনুসারীরা মাঠ ছেড়ে গেছেন। ময়দানের প্যান্ডেল, বিদ্যুৎ সংযোগ, টয়লেটসহ অন্যান্য ব্যবহারের স্থান ঠিকঠাক আছে কি না, তা প্রশাসনের পক্ষ থেকে দেখা হচ্ছে।

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, প্রথম পর্বের মুসল্লিদের ফেলে যাওয়া আর্বজনা অপসারণে জরুরি সেবায় ময়লাবাহী ট্রাকসহ প্রায় ৬০০ পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত আছেন। ময়দানের দক্ষিণ পাশে তুরাগ নদের তীরে বর্জ্য ফেলার জন্য অস্থায়ী ডাম্পিং পয়েন্ট তৈরি করা হয়েছে। নোংরা স্থানে বালু ফেলে ঢেকে ব্লিচিং পাউডার দিয়ে দূষণমুক্ত করা হচ্ছে।

দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির সদস্য মো. মিজান বলেন, বুধবার থেকে তাবলিগ সাথীরা মাঠে জমায়েত হতে থাকবেন। তার আগেই মাঠ প্রস্তুত করা হবে বলে আশা তাঁর।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, প্রথম পর্বের মতোই কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মাওলানা সাদ আসবেন—এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর