শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
১৯৪

বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

লা লিগায় কাসেমিরোর জোড়া গোলে সেভিয়াকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সাসিন্তয়াগো বের্নাবেউয়ে শনিবার স্থানীয় সময় বিকেলে ২-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল।

খেলার ৩০তম মিনিটে হেডে বল জালে পাঠান সেভিয়ার ডাচ ফরোয়ার্ড লুক ডি ইয়ং। তবে এর আগমুহূর্তে ডিফেন্ডার এদের মিলিতাও ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি। সিদ্ধান্তটি নিয়ে যদিও প্রশ্ন উঠতে পারে।
 
লড়াই জমে ওঠে দ্বিতীয়ার্ধে। ৫৭তম মিনিটে শেষ হয় গোলের অপেক্ষা। লুকা ইয়োভিচের ব্যাকহিলে ডি-বক্সে বল পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন কাসেমিরো।

রিয়ালের এগিয়ে থাকার স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাত মিনিট পর বাঁ পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জালে বল পাঠিয়ে সমতা টানেন ডি ইয়ং।

কাসেমিরোর নৈপুণ্যে ৬৯তম মিনিটে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে লুকাস ভাসকেসের ক্রসে লাফিয়ে দারুণ হেডে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

ম্যাচ শেষের দুই মিনিট আগে দারুণ সুযোগ পেয়েছিল সেভিয়া। তবে গোলরক্ষককে একা পেয়েও মরক্কোর ফরোয়ার্ড ইয়োসেফ লক্ষ্যভ্রষ্ট শট নিলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।  

২০ ম্যাচে ১২ জয় ও সাত ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে।

১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা সেভিয়ার পয়েন্টও ৩৫, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর