শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
৯৭৭

পাসওয়ার্ড কেমন হওয়া উচিত

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১  

ফেসবুক, ই-মেইল থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং—আজকালকার জীবনযাপনে এসব দরকারি অনুষঙ্গই। এসবের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড লাগবেই। এর জন্য পাসওয়ার্ড‌কেও নিরাপদ রাখার পরামর্শ দেন ‌বিশেষজ্ঞরা।

অনেকের মতে, অক্ষর (ছোট+বড়), সংখ্যা ও প্রতীকের সমন্বয়ে তৈরি সংকেতই নিরাপদ পাসওয়ার্ড। এটি কিন্তু সঠিক তথ্য নয়। তবে মনে রাখতে হবে, পাসওয়ার্ড ছোট-খাটো না হওয়াই ভালো।

কীভাবে পাসওয়ার্ড রাখা উচিত?

১. বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিশিয়ে ব্যবহার করুন। (যেমন dIc!aW3P)

২. পাসওয়ার্ডে অ্যালফাবেট, সংখ্যা এবং চিহ্ন, তিনটিই রাখুন। (যেমন, KiP2I@Cv)

৩. নূন্যতম ৮ অক্ষরের পাসওয়ার্ড রাখুন।

৪. কোনো কমন শব্দ ব্যবহার করবেন না। এমনকি এসব শব্দও না- forgotmypassword, thisismypassword, 12345678, a1b2c3d4, abcdefg.

৫. পরিবার, পরিচিত কেউ, পোষ্য বা জন্মতারিখ দিয়ে পাসওয়ার্ড দিবেনই না!

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা