বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৩ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
২৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ভায়াডাক্ট স্থাপন শুরু চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান দেশে কমেছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সংখ্যা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন
১৪২

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার উইলিয়ামসন

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১  

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হলেন কেইন উইলিয়ামসন। এ নিয়ে গেল ৬ বছরে চতুর্থবারের মতো স্যার রিচার্ড হ্যাডলি মেডেল জিতলেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক।

এছাড়া বর্ষসেরা ওয়ানডে ও টি-২০ ক্রিকেটার হয়েছেন ডেভন কনওয়ে। এছাড়া ফিন অ্যালেন সুপার স্ম্যাশের সেরা ক্রিকেটার আর কাইল জেমিসন জিতেছেন উইন্ডসর কাপের সেরা বোলারের পুরস্কার। উইলিয়ামসন টেস্টে অসাধারণ পারফরমেন্স করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২৫১ রানের ইনিংস খেলেছিলেন। 

এছাড়া পাকিস্তানের বিপক্ষেও একটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন উইলিয়ামসন। যা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দেয় নিউজিল্যান্ডকে। শেষ ৪ টেস্টে ১৫৯ গড়ে তার রান ৬৩৯। যা বর্তমানে টেস্টের শীর্ষ ব্যাটসম্যানের তালিকায় স্থান দিয়েছে উইলিয়ামসনকে। ফলে রিচার্ড হেডলি পুরস্কার ছাড়াও ‘ইন্টারন্যাশনাল টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার’ এর খেতাবও জিতেছেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের ওয়ানডে এবং টি-টোয়েন্টির সেরা ক্রিকেটারের খেতাব জেতা কনওয়ে টি-টোয়েন্টিতে করেছেন ৪৭৩ রান। 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর