শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১   ১৬ শাওয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
২১২

দৌলতপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিনমজুরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

কুষ্টিয়ার দৌলতপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শামিম (২৭) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। ৫ অক্টোবর (শনিবার) রাত ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত শামিম উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া কাগহাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নূরুন নাহার বেগম জানান, শামিম বিশ্বাস নামে এক যুবক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার বিকাল ৩টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ২টা ১৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৫ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫ জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার রওশন আরা বেগম জানান, এ পর্যন্ত কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে কুষ্টিয়া জেনারেলর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম। ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইমরান হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমরান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের হৃদয়পুর গ্রামের নাসির মণ্ডলের ছেলে। সে দৌলতপুর ডিগ্রি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তারেক আহমেদ (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। তারেক দৌলতপুর উপজেলার শ্যামনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে। সে স্থানীয় খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

গত ১৭ সেপ্টেম্বর দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুথি (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। যুথি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের নবগাঙ্গা গ্রামের জয়নাল আলীর মেয়ে।

গত ১০ সেপ্টেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। মিনা খাতুন ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা গ্রামের রায়হান আলীর স্ত্রী।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর