শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
২৩৫

দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরছেন ভারতে আটকে পড়া বাংলাদেশীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২১  

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন ভারতে আটকে পড়া প্রায় অর্ধশত বাংলাদেশী নারী-পুরুষ। 

মঙ্গলবার (১৮ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত ওই বাংলাদেশীরা দর্শনা চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়।

জানা গেছে, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিক্যাল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। তাদের মধ্যে এক নারী করোনাভাইরাস শনাক্ত হন। সকল প্রক্রিয়া শেষে সেখান থেকে তাদের নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নেয়া হয়েছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন। আর করোনায় আক্রান্ত নারীকে নেওয়া হয়েছে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

দর্শনা ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫০ জন নারী-পুরুষ দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এর আগে সোমবার সন্ধ্যায় এই চেকপোস্ট দিয়ে ১১ জন দেশে ফেরেন। এ নিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৬১ জন দেশে ফিরলেন।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর