বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৪ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ঈদের সময় রেমিট্যান্স এসেছে সাড়ে ৯ হাজার কোটি টাকা হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু: ওবায়দুল কাদের দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.১ শতাংশ: এডিবির পূর্বাভাস চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি দুটি যুদ্ধ জাহাজের পাহারায় আমিরাতের পথে এমভি আব্দুল্লাহ চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান বাংলাদেশে আশ্রয় নিলেন বিজিপির আরও ১৩ সদস্য
৪২০

কুষ্টিয়ায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

কুষ্টিয়ায় মাদক মামলায় মালেকা খাতুন (৪২) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিতিতে ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মালেকা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি পাকুরিয়া গ্রামের মৃত আলম মন্ডলের মেয়ে ও গোলাম মোস্তফা মোল্লার স্ত্রী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ এপ্রিল বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি পাকুরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে আসামি মালেকার বসতবাড়ি ঘেরাও করা হয়। 

এ সময় মালেকার ঘর থেকে পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।পরে এ ঘটনায় দৌলতপুর থানার এসআই মামুনুর রশিদ মাদক আইনে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ২৪মে আদালতে মালেকার বিরুদ্ধে অভিযোগপত্র দিলে এ মামলার  বিচার শুরু করে আদালত।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের পাবলিক প্রোসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, দৌলতপুর থানার মাদক মামলাতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগে চার্জ গঠনপূর্বক দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীতভাবে প্রমাণ হয়। এর ফলে অভিযুক্ত মালেকা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন আদালত।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর