বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৩ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
২৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ভায়াডাক্ট স্থাপন শুরু চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান দেশে কমেছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সংখ্যা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন
১৯৯

কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের ধর্মঘট আপাতত প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

১৯ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন শ্রমিক ও মালিকদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে সভায় দীর্ঘ আলোচনায় পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষ থেকে নতুন সড়ক পরিবহন আইনে কিছুটা শিথিলতার দাবি জানানো হয়।

এ বিষয়ে জেলা প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিকরা সামগ্রিক স্বার্থ বিবেচনায় বুধবার সকাল থেকে পরিবহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশের প্রতিনিধি ও পরিবহন শ্রমিক এবং মালিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সকাল থেকে আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।

প্রথম দিন শুধু অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে ধর্মঘটে যায় শ্রমিকরা। পরে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করে দেয় শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে কুষ্টিয়া থেকে ছেড়ে যায়নি কোনো বাস। এ ছাড়া বন্ধ ছিল উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সব বাস চলাচল।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর