বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৩ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
২৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ভায়াডাক্ট স্থাপন শুরু চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান দেশে কমেছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সংখ্যা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন
৫০৮

কুষ্টিয়ায় আরও ৫ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে থেকে পাওয়া করোনার নমুনা পরীক্ষার ফলাফল সূত্রে এ তথ্য জানা গেছে।

পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় ১৩৯টি নমুনা পরীক্ষার মধ্যে জেলার আরও ৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ২ জন সদর উপজেলার, খোকসা উপজেলার ২ জন এবং কুমারখালী উপজেলার ১ জন রয়েছেন।

এছাড়া ঝিনাইদহের ২ জন, চুয়াডাঙ্গার ৫ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পরীক্ষা সংক্রান্ত ফলাফল সংশ্লিষ্ট জেলা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানা ল্যাব সূত্রে জানা গেছে। 

এদিকে স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত কুষ্টিয়ার মোট তিন হাজার ৩৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৩৩ জন। এছাড়া করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৪ জনের।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর