বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
২২১

কুষ্টিয়া সীমান্তে বিজিবির স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

কুষ্টিয়া সীমান্তে বিজিবির উদ্যোগে দুঃস্থ জনগণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির উদ্যোগে সোমবার দিনব্যাপী জেলার দৌলতপুর উপজেলার খারিজাথাক সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান এ স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময়ে ৪৭ বিজিবির অধিনায়ক লে: কর্নেল রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমে চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক লে: কর্নেল এ টি শাহরিয়ার আহমেদ’র নেতৃত্বে মেজর মইনুল ইসলাম ও মেজর ফেরদৌস রহমান চিকিৎসা সেবা প্রদান করেন।

দিনব্যাপী তারা ৭ শতাধিক গরীব ও দুঃস্থ রোগীদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

এছাড়াও রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর