বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১   ১৬ শাওয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
২৭৮

কুষ্টিয়া পৌর বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক:

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

কুষ্টিয়া পৌর বাজারে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” নিশ্চিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পৌর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসাহাক আলী, সবুজ হাসান, মুনিরা সুলতানা ও খাদিজা খাতুন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্লাস্টিকের মোড়কে চাউল রাখার অপরাধে পৌর বাজারের ব্যবসায়ী নিশি কুমার পালকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী। অপরদিকে একই অপরাধে শরীফ নামের একজনকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা। 

কুষ্টিয়া জেলার মুখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস উপস্থিত সকলকে উক্ত আইনটি মেনে চলার আহবান জানান। সেই সাথে জেলাব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর