বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৩ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
২৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ভায়াডাক্ট স্থাপন শুরু চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান দেশে কমেছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সংখ্যা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন
২০৬

কুষ্টিয়ায় বনেকের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) খুলনা বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে খুলনা বিভাগের সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহরতলীর মিলপাড়াস্থ ‘আয়না নিউজ’-এর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘বনেক’-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দেশের পাঠকনন্দিত জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক অধিকারের সম্পাদক তাজবীর হুসাইন সজীব।

সভায় বাংলাদেশের সংবাদপত্রের সম্পাদকদের অধিকার আদায়, সরকার প্রণীত নীতিমালায় সম্পাদকদের সুযোগ-সুবিধা প্রাপ্তি, অনলাইন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। 

‘বনেক’ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য এবং এ সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সভার সভাপতি, ‘বনেক’-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তাজবীর হুসাইন সজীব। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন— দৈনিক অধিকারের মফস্বল সম্পাদক রাহুল বিশ্বাস মুন্না, প্রভাত বাংলা টোয়েন্টিফোরের সম্পাদক মাহাতাব উদ্দিন লালন, ডোনেট বাংলাদেশের সম্পাদক প্রকৌশলী রাসেল রানা, ক্রাইম ভিশন বিডির সম্পাদক হাসিবুর রহমান রুবেল, লালন কণ্ঠের নির্বাহী সম্পাদক সামরুজ্জামান সামুন।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— প্রতিদিনের কুষ্টিয়ার সম্পাদক রাকিব হাসান, অনুসন্ধান প্রতিদিনের সম্পাদক মিজানুর রহমান মিয়া, গড়াই নিউজের নির্বাহী সম্পাদক তারেক বিন আজিজ, ডোনেট বাংলাদেশের বার্তা সম্পাদকসহ কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন অনলাইন গণমাধ্যমকর্মী। 

দীর্ঘ আলাপ-আলোচনার পর আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ‘বনেক’-এর খুলনা বিভাগীয় কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর