বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৩ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
২৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ভায়াডাক্ট স্থাপন শুরু চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান দেশে কমেছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সংখ্যা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন
২৪৪

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৪ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক:

প্রকাশিত: ৫ আগস্ট ২০২০  

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৪৯ জন।

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) রাতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেওয়া প্রেস রিলিজ থেকে এসব তথ্য জানা যায়।

প্রেস রিলিজে জানানো হয়, গতকাল মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজর পিসিআর ল্যাবে জেলার মোট ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৪টি নমুনা পজিটিভ আসে। আক্রান্তের হার প্রায় ৩৮ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৪৫ জন, কুমারখালী উপজেলায় ১৭ জন, দৌলতপুর উপজেলায় ৪ জন ও মিরপুর উপজেলায় ৮ জন রোগী রয়েছে।

এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৪২ জন। এখন পর্যন্ত মারা গেছে ৩৫ জন আর সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ২২০ জন রোগী।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর