শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
২২৩

কাগজের কাপে চা পানে ভয়াবহ ক্ষতি : গবেষণা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০  

বিষণ্ণতা কমাতে, আড্ডায়, চা-কফির কোনো বিকল্প নেই। তবে এই চা বা কফি পানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সবার আগে দেখতে হবে কোন কাপে চা পান করছেন। কাপটি যদি কাগজের কিংবা প্লাস্টিকের হয় তবে ভুলেও এই কাপে চা পান করবেন না।

রাস্তার ধারের কোনও দোকানে দাঁড়িয়ে চা-কফি খাওয়া মানেই হলো বেশির ভাগ ক্ষেত্রেই কাগজ কিংবা প্লাস্টিকের কাপে খাওয়া। এসব অভ্যাস ত্যাগ করার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

তাদের মতে, কাগজ ও প্লাস্টিকের কাপে চা খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতি, কারণ হিসেবে তারা বলছে, গরম চায়ের তাপমাত্রার কারণে সরাসরি মানুষে পেটে টুকছে হাজার হাজার প্লাস্টিকের কণা। 

গবেষণায় জানা গেছে, কাগজের কাপ তৈরিতে হাইড্রোফোবিক ফিল্ম ব্যবহার করা হয়। কাগজের কাপে গরম চা পড়ার পর সেই হাইড্রোফোবিক ফিল্ম গলতে শুরু করে। এরপরই প্লাস্টিকের কণা চায়ে মিশতে শুরু করে।

সম্প্রতি ভারতের আইআইটি খড়গপুরে হওয়া এক গবেষণা প্রতিবেদনে এমন আতঙ্কের তথ্য উঠে এসেছে। 

গবেষণায় আরও বলা হয়, প্লাস্টিকের কাপে কেউ দিনে তিনবার চা পান করলে তার শরীরে ৭৫ হাজার মাইক্রোন প্লাস্টিকের কণা প্রবেশ করে।  

তাদের মতে, কাগজের কাপে ১০ মিনিট গরম চা থাকলেই প্লাস্টিকের কণা মিশতে শুরু করে। গরম পানি কিংবা চা, কোনও কিছুই কাগজের কাপে খাওয়া উচিত নয়। 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর