মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০   ০৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
বঙ্গবন্ধু ভাবতেই পারেননি বাঙালিরা তাকে হত্যা করবে : প্রধানমন্ত্রী গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মৃত বেড়ে ১০ এমভি আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, বাড়ছে আতঙ্ক মানুষকে সচেতন করতে না পারলে হাসপাতাল করে প্রাণ বাচাঁনো যাবে না শুভেচ্ছা দূত হয়ে বাংলাদেশে এলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস
৫০৭

ই-স্কুটার তৈরি করবে না টেসলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮  

ই-স্কুটার তৈরির যুদ্ধে প্রবেশ করবে না টেসলা। কিন্তু ইলেকট্রিক বাইক বা ই-বাইক উৎপাদনে আগ্রহ রয়েছে প্রতিষ্ঠানটির। সম্প্রতি এমনটিই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এলোন মাস্ক।

সম্প্রতি রিকোডের সঙ্গে এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন মাস্ক। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে মঙ্গলে যান পাঠানো নিয়েও কথা বলেছেন তিনি।
 
এলোন মাস্কের বরাত দিয়ে দ্য ভার্জ জানিয়েছে, টেসলার ই-স্কুটার তৈরির কোনও পরিকল্পনা নেই। তবে ইলেকট্রিক বাইক হয়তো তৈরি করা হতে পারে।

মাস্কের ভাষায়, ‌‘এখানে কিছু মানুষ চেয়েছিল স্কুটার তৈরি করতে। কিন্তু আমি এটা পছন্দ করি না। এটা খুব বেশি মর্যাদাপূর্ণ নয়। তবে আমাদের ইলেকট্রিক বাইক তৈরি হতে পারে।’

সম্প্রতি নতুন আরেকটি ঘোষণা দিয়েছেন টেসলা নির্বাহী। আগামী কয়েক দিনের মধ্যেই স্মার্টফোন অ্যাপ দিয়ে গাড়ি নিয়ন্ত্রণের সুবিধা আনছে প্রতিষ্ঠানটি। দেড় মাসের মধ্যে এটা চালু হবে বলে জানিয়েছেন মাস্ক। সমন নামের এই ফিচার দিয়ে দূর থেকেই গাড়ি নিয়ন্ত্রণ করা যাবে। অনেকটা রিমোট কন্ট্রোলের মতো কাজ করবে এটি।

মাস্ক আরও জানান, টেসলা গাড়িতে উন্নত প্রযুক্তির ড্রাইভার অ্যাসিসট্যান্স সার্ভিস চালু করা হয়েছে যা অটোপাইলট নামে পরিচিত। এর উন্নত ভার্সনটিকে ‘এনহেন্সড অটোপাইলট’ নামে ডাকা হয়। মূলত এই দুটি ফিচারের কারণেই অ্যাপের সাহায্যে গাড়ি নিয়ন্ত্রণ সম্ভব হয়।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা