শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
১৬২

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের সাজা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০  

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত মাদকের কারবার ও সেবনের দায়ে চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলো- উপজেলার প্রাগপুর গ্রামের প্রয়াত জহিরউদ্দিন মালিথার ছেলে মাদক কারবারি নিয়াত মালিথা (৬০), প্রাগপুর গ্রামের রুহুল আমীনের ছেলে রাকিবুল হোসেন (১৯), একই গ্রামের আব্দুল লতিফের ছেলে শিলন আলী (২০) ও পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার মিরপুর থানার মালিহাদ গ্রামের বজলুর রহমানের ছেলে মামুন আলী (১৯)।

জানা যায়, নিয়াত মালিথা দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করে আসছে। তার বাড়িতে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সেবন করতে আসা লোকদের নিজে গাঁজা তৈরি করে সেবন করায়। এই তথ্যের ভিত্তিতেই নিয়াতের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাদের আটকের পর উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীকে সংবাদ দেওয়া হয়। পরে তিনি দেখানে উপস্থিত হয়ে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর