বৃহস্পতিবার   ৩০ মার্চ ২০২৩   চৈত্র ১৬ ১৪২৯  

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

কুষ্টিয়ার বার্তা

প্রকাশিত : ০১:২০ পিএম, ২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’গ্রন্থ বিতরণ করা হয়েছে। 

বুধবার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়  আয়োজনে তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় এবং গ্রিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য  হাজী আলী আজগার টগর।

তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম।