গাংনী পৌরসভার ১৩১ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা
নিউজ ডেস্ক
কুষ্টিয়ার বার্তা
প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২০ জুন ২০২২ সোমবার

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জোর দিয়ে গাংনী পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ১৩১ কোটি ৭৫ লাখ ৬৩ হাজার ৭০৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (১৯ জুন) বিকেলে গাংনী পৌরসভার হল রুমে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে এ বাজেট পেশ করেন সহকারী প্রকৌশলী শামিম রেজা।
বাজেটে আয় ধরা হয়েছে বাজেটের সমপরিমাণ। বাজেট অধিবেশনে পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাজেট বক্তৃতায় পৌর মেয়র আহম্মেদ আলী বলেন, গাংনী পৌর শহরের বাসস্ট্যান্ডে ফোর লেন সড়ক হওয়ার সঙ্গে সঙ্গে শহরের মধ্যে দৃষ্টি নন্দন আলোর ব্যবস্থা করা হবে। খুব শীঘ্রই গাংনী পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভার গৌরব অর্জন করবে। পৌরবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাসহ সুপেয় পানি সরবরাহ করার সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান পৌর মেয়র আহম্মেদ আলী।