সোমবার   ২৫ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ১০ ১৪৩০  

বিকৃত রুচির জন্য ‘মেহেনাজ’ পরিবার আনন্দ বিসর্জন দেবে না: ন্যান্সি

কুষ্টিয়ার বার্তা

প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার

তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক ও অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে এ সুখবর জানান তিনি। 

ইউটিউব চ্যানেলের শিরোনামে ন্যান্সি লিখেছেন— ‘মেহনাজের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।’

বিষয়টি নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে হতবাক হয়েছেন ন্যান্সি। 

রীতিমতো ক্ষোভ ঝেড়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি দাবি করেছেন, নিজের তৃতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে কোনো গণমাধ্যমকে কোনো বক্তব্য দেননি।

ন্যান্সির ফেসবুকে লেখেন— ‘অনেকে নিজ দায়িত্বে আমার বক্তব্য মনের মাধুরী মিশিয়ে লিখেছেন। আমার বক্তব্য এমন— ‘আমি খুবই আনন্দিত। পূর্বে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক জটিলতা হয়েছে। আমি ভাবতেই পারিনি আবার কখনও মা হব!’

‘আমি এসব আজগুবি লেখা পড়ে হতবাক হয়ে যাই। আমি এখন পর্যন্ত কোনো সাংবাদিকের সঙ্গে এ ব্যাপারে কোনো কথাই বলিনি। তা হলে আমার এ বক্তব্য কি আমার প্রেতাত্তা এসে জানিয়েছে! সন্তান জন্ম দেওয়া হোক সেটি প্রথম কিংবা পঞ্চম; প্রতিবারেই তীব্র আনন্দ এবং শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে একজন মাকে যেতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। নতুন আমার এক অংশের মুখ দেখার অপেক্ষায় দিন পার করছি। এ অপেক্ষা মধুর ?|’

এর পর সমালোচকদের নিয়ে ন্যান্সি লেখেন— ‘অনেক অযাচিত লোকের আমার জীবনের সুখবরটি শুনে গাত্রদাহ হচ্ছে জানি! গালিগালাজ করার জন্য ইতোমধ্যে জিহ্বাতে ধার দিয়ে রেখেছেন! বিশ্বাস করেন, আপনাদের আমার জীবনে থাকা না থাকাতে আমার কিচ্ছু আসে যায় না। কোনো বিকৃত রুচির নারী-পুরুষের জন্য মেহেনাজ পরিবার তাদের আনন্দ বিসর্জন দেবে না ?| )’

উল্লেখ্য, মেহনাজ পরিবার বলতে ন্যান্সি নিজের পরিবারকে বুঝিয়েছেন, স্বামী মেহেদী ও নিজের নাম নাজমুনের প্রথম দুই অক্ষর নিয়ে মেহেনাজ শব্দটি তৈরি করেছেন এ সংগীতশিল্পী। 

প্রসঙ্গত ন্যান্সির আগের দুই সন্তানের নাম রোদেলা ও নায়লা। ২০০৬ সালে ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। রোদেলা ও নায়লা সেই সংসারের। ওই সংসার ভাঙনের পর বন্ধু নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন ন্যান্সি। গত বছরের এপ্রিলে জায়েদের সঙ্গে বিচ্ছেদ ঘটে ন্যান্সির। বিচ্ছেদের কয়েক মাস পর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।