শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০  

ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের পেলেই ব্যবস্থা

নিউজ ডেস্ক:

কুষ্টিয়ার বার্তা

প্রকাশিত : ০৯:১৫ এএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। বহিরাগতদের পেলে তার ব্যবস্থা নেয়া হবে। তবে ক্যাম্পাস এলাকা দিয়ে গাড়িতে করে যাতায়াতে বাধা নেই।

সোমবার বহিরাগতদের ঢোকা নিষিদ্ধ করে প্রক্টরিয়াল টিম। বিকেল থেকে ক্যাম্পাসে মাইকিং করে সতর্ক করে দেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। তারা অস্থায়ী দোকানগুলো বন্ধের নির্দেশ দেন। ঘোষণার পরেও কোনো বহিরাগতকে পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয় মাইকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী গণমাধ্যমকে বলেন, এটা আমাদের ধারাবাহিক কর্মসূচির মধ্যে পড়ে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে করোনার প্রকোপ সম্পর্কে জানতে পারছি। তাই জটলা করার ক্ষেত্রে আমরা বিধি-নিষেধ দিয়েছি।