শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০  

পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক:

কুষ্টিয়ার বার্তা

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

দেশের পাইকারি বাজারে এরই মধ্যে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫৭ থেকে ৬০ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৫ থেকে ৮০ টাকায়। মানভেদে কমেছে পেঁয়াজের দাম।

বিক্রেতারা জানান, বাজারে ক্রেতা নেই বললেই চলে। এখানে প্রতিটি আড়তেই পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের মজুদ আছে। ভারতে আটকে থাকা পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলে দাম আরো কমে আসবে বলে জানান পাইকাররা।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা দেওয়ার পর থেকে প্রায় দ্বিগুণ দাম হয়ে যাওয়া পেঁয়াজের দাম পাইকারিতে কিছুটা কমতে শুরু করেছে। তবে খুচরা বাজারে এর তেমন কোন প্রভাব পড়েনি। পাইকাররা বলছেন, বাজারে নতুন করে পেঁয়াজ আসার কারণে পেঁয়াজের দাম কমেছে। তবে খুচরা বাজারে পেঁয়াজের বাড়তি দাম নিয়ে তাদের কোন ব্যাখ্যা নেই।