বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৩ ১৪৩০  

পৌর কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ ২৫ কোটি টাকা

নিউজ ডেস্ক

কুষ্টিয়ার বার্তা

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ২২ মে ২০২০ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষে ২৫ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন।

প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই বরাদ্দ প্রদান করেন।

আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩২৮ পৌরসভার প্রায় ১২ হাজার স্থায়ী কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মীকে এই সুবিধার আওতায় আনা হবে।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে গত ২৬ মার্চ থেকে সরকারি ও বেসরকারি সংস্থায় সাধারণ ছুটি চলছে। সীমিত সম্পদ সত্ত্বেও, এই পৌরসভাগুলো কোভিড-১৯ মহামারীর বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে জনগণকে বিভিন্ন পরিসেবা প্রদান করে চলেছে। এ ছাড়া তারা করোনা ভাইরাসের বিস্তার রোধের পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি নিয়ন্ত্রণেও কাজ করছে।

জানা গেছে যে, কর্তৃপক্ষের রাজস্ব আদায়ের বিষয়টি সন্তোষজনক পর্যায়ে না থাকায় বেশিরভাগ পৌরসভার কর্মচারীদের বেতন-ভাতা স্থগিত ছিল। অধিকন্তু মহামারীজনিত কারণে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, হাটবাজার ইজারা ও দোকান ভাড়া প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে।

জরুরি সেবা প্রদানের কারণে তাদের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার কারণে পৌরসভা কর্তৃপক্ষ এখন তাদের কর্মীদের বেতন-ভাতা প্রদানে সমস্যায় পড়েছেন। বেতন-ভাতা না পাওয়ায় কর্মীরা গত দুই মাস ধরে মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেন।