শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০  

দেশে ওয়াই-ফাই সিক্স গিগ প্লাস রাউটার অবমুক্ত করলো টিপি লিংক

বিজ্ঞান ডেস্ক

কুষ্টিয়ার বার্তা

প্রকাশিত : ১১:২০ এএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

নেটওয়ার্ক প্রযুক্তি প্রতিষ্ঠান টিপি-লিংক তাদের সর্বশেষ শক্তিশালী ওয়াই-ফাই সিক্স রাউটার- আর্চার এএক্স সিরিজ বাংলাদেশে অবমুক্ত করেছে। মূলধারায় লক্ষ্যযুক্ত এবং ইন্টেল হোম ওয়াই-ফাই চিপসেটধারী এই রাউটার ব্যবহারকরীদেরকে প্রিমিয়াম ওয়াই-ফাই সিক্স গিগ প্লাস সুবিধা প্রদান করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রাজধানীর একটি হোটেলে বুধবার এ অবমুক্ত অনুষ্ঠান করা হয়। এক্সেল টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক এশিয়া প্যাসিফিক’র ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লীন ওয়াং।
 
অনুষ্ঠানে গৌতম সাহা বলেন, আমরা ১৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে টিপি-লিংকের একক পরিবেশক হিসেবে রয়েছি। আমরা সর্বশেষ প্রযুক্তি পণ্য ব্যবহারকরীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। আমরা আমাদের সম্মানিত অংশীদারদের সহায়তায় সকলের উচ্চতর ডিজিটাল জীবনধারা উপভোগ করার লক্ষে সর্বশেষ প্রযুক্তি পণ্য এবং প্রযুক্তিজ্ঞান ব্যবহারকরীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করছি।

অনুষ্ঠানে আইএসপিএবি’র সভাপতি এম এ হাকিম বলেন, মূলত সারাদেশের স্টেকহোল্ডারের সুবিধার্থে ব্যান্ডইউডথ ব্যবস্থাপনা, সংযোগ স্থাপন এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল যোগাযোগ নিশ্চিত করার কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদান করাই আমাদের ম্যান্ডেট। আমরা জেনেছি টিপি-লিংক শিগরিই দেশে পূর্ণমাত্রায় এইচটিটিপি সেবা সরবরাহ শুরু করবে। আমার তাদের শুভ কামনা করছি।