বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৩ ১৪৩০  

টাক পড়া বন্ধ করবে যে তেল!

লাইফস্টাইল ডেস্ক:

কুষ্টিয়ার বার্তা

প্রকাশিত : ১২:১৩ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

অতিরিক্ত চুল পড়ার কারণে আপনার মাথায় টাক পড়ে যায়। মাত্রাতিরিক্ত চুল পড়ার কারণে পাতলা হয়ে যাচ্ছে মাথার চুল। এতে সৌন্দর্য হারাচ্ছেন আপনি।

নানা রকম শ্যাম্পু ও তেল ব্যবহার করেছেন। আবার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মতো ব্যয়বহুল ও কষ্টকর চিকিৎসা করে কোনো কাজ হচ্ছে না। আর শেষমেশ ডাক্তারের কাছে গিয়েও মিলছে না সমাধান।

যারা এই সমস্যা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য রয়েছে ঘরোয়া সমাধান।আপনার চুল পড়া বন্ধ করবে একটি তেল।

রূপ বিশেষজ্ঞদের মতে, টাক পড়ে যাওয়ার আগে আপনাকে সচেতন হতে হবে। এর জন্য বিশেষ কিছুর প্রয়োজন নেই। প্রয়োজন বাড়তি যত্ন।

তাদের মতে,অতিরিক্ত চুল পড়া কমাতে ও পাকা চুল কালো করতে শুধু ক্যাস্টর অয়েল যথেষ্ট ক্যাস্টর। অয়েল শুধু টাক পড়া বন্ধ করবে তা নয় এর রয়েছে নানাবিধ উপকারিতা।

আসুন জেনে নেই চুলের যেসব সমস্যায় ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল।

১. ক্যাস্টর অয়েলে ওমেগা ৬ ও ফ্যাটি অ্যাসিজ থাকে।ক্যাস্টর অয়েলের ব্যবহার চুলের গোড়া মজবুত ও চুলের বৃদ্ধি হয়।

২. চুলের ফলিকল নষ্ট হয়ে তা ঠিক করতেও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন।

৩. পাকা চুল কালো করতে ভালো কাজ করে ক্যাস্টর অয়েল। এটি চুলের রং ধরে রাখে। পাকা চুলে নিয়ম করে ক্যাস্টর অয়েল লাগান।

৪. যত্ন না নিলে চুল রুক্ষ হয়ে যায়। এছাড়া ডগা ফাটা, চুলে মসৃণতা বজায় রাখতে ক্যাস্টর অয়েল ব্যবহার করুন। তবে স্ক্যাল্প অয়েলি হলে গোড়ায় লাগাবেন না।

৬. ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল, নারকেল তেল, জোজোবা মিশিয়ে শুধু চুলে হালকা করে লাগিয়ে নিন। এতে উড়ন্ত চুল মসৃণ হবে।

৭.শুধু চুলের যত্নে নয়। ভুরু ও চোখের পাতায়ও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। ক্যাস্টর অয়েল ভুরু ও চোখের পাতার ঘনত্ব বাড়ায়

সূত্র: আনন্দবাজার পত্রিকা