এই সেক্সি সাহসিকা হতে চলেছেন বলি-সেনসেশন!
বিনোদন ডেস্ক:
কুষ্টিয়ার বার্তা
প্রকাশিত : ০২:১২ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

এই কন্যার জীবনে স্বপ্নই সব। তিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন। আনন্দ এল রাইয়ের ‘জিরো’ দিয়ে তার বলিউড ডেবিউ হয়েছে। ফের তিনি লাইমলাইটে আসছেন। সঞ্জয় লীলা বনশালীর ‘মালাল’ এ দেখা যাবে তাকে। তিনি ওডিশার মেয়ে সুশ্রী শ্রেয়া মিশ্র।
ইতোমধ্যে ‘আলিয়া রে’ গানে তার দুর্ধষ নাচে দর্শক মজে গিয়েছেন। সবাই মনে করছেন এই সেক্সি মডেল হতে চলেছেন আগামীর বলিউড সেনসেশন। এছাড়া গানটি নিয়ে শ্রেয়া নিজেও আপ্লুত। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন এই নাচ কম্পোজ করেছেন গণেশ আচারিয়া।
সম্বলপুরে জন্ম শ্রেয়ার। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন তিনি। বেশ কিছু সৌন্দর্য প্রতিযোগিতায় দেখা গিয়েছে তাকে। পড়াশুনো করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। ২০১৫ সালে মিস ইউনাইটেড কন্টিনেন্টস- এ তিনি তৃতীয় রানার আপও হয়েছিলেন।