শুক্রবার   ৩১ মার্চ ২০২৩   চৈত্র ১৬ ১৪২৯   ০৮ রমজান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
৪৬

কেন এত খেপলেন পরী?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

নতুন বছরের শুরুতেই হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি জানান, তাদের সংসার জীবন ভালো যাচ্ছে না। শুধু তাই নয়, নিজের ফেসবুকে স্বামী শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টানার ইঙ্গিতও দেন পরী। এ নিয়ে বেশ ক’দিন শোবিজপাড়া ছিল সরগরম।

অবশেষে ‘বিচ্ছেদ’র ঘোষণা থেকে সরে এসেছেন পরী মণি। গেল ২২ জানুয়ারি বেশ ঘটা করেই আনুষ্ঠানিক বিবাহবার্ষিকী পালন করেন রাজ-পরী। সম্প্রতি পরীর নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র একটি অনুষ্ঠানে তাদের সংসার জীবনের টানাপোড়েন কী মিটে গেছে- প্রশ্ন করাতে খেপে গেলেন পরী।

উত্তরে বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘আপনাদের সমস্যাটা কোথায়! আমরা এখানে পারিবারিক কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি। আমাদের সমস্যা না থাকলে আপনাদের কি সমস্যা?’

পরীর আকস্মিক খেপে যাওয়ায় তাকে সামাল দেন স্বামী রাজ। তখন তিনি হাসিমুখে সাংবাদিকদের বলেন, ‘আমরা তো সব সময় একসঙ্গেই ছিলাম।’

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা