বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো চুয়াডাঙ্গা জেলা সেবা দ্রুত বাড়াতে ৯৯৯-এ যুক্ত হচ্ছে কলার লোকেশন ট্র্যাকার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
৩৬

গাংনী সীমান্তে মাদকসহ ৩ যুবক আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

বর্ডার গার্ড বাংলাদেশ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) তেঁতুলবাড়ী বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন, ২ বোতল ফেনসিডিল ২টি মোবাইল ও একটি মোটরসাইকেলসহ ৩ যুবককে আটক করেছে।

আটককৃতরা হলেন, গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের মো. হামিদ আহমেদ মোল্লার ছেলে মো. রনি আহমদ (২৪), মো. আসাদুল ইসলাম মোল্লার ছেলে মো. মোত্তাকিম (১৯) ও মৃত ইদ্রিস আলী শিশিলের ছেলে মো. আরিফ আলী (২১)।

বুধবার বেলা ৩টার দিকে তেঁতুলবাড়ী বিওপির সীমান্তে পিলার ১৩৯ থেকে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডাক্তারের মোড় নামক  স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ২ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

৪৭ বিজিবির তেঁতুলবাড়ী বিওপির কমান্ডার হাবিলদার মো. আজাদ মোল্লার নেতৃত্বে বিজিবি’র টহল দল এই অভিযান চালায়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে গাংনী থানায় তিনজনকে হস্তান্তর করা হয়।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর