শুক্রবার   ৩১ মার্চ ২০২৩   চৈত্র ১৬ ১৪২৯   ০৮ রমজান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
২২২৬

বুবলীর সেই ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক:

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

চিত্রনায়িকা শবনম বুবলী সংবাদ পাঠিকা হিসাবে ক্যারিয়ার শুরু করলেও শাকিব খানের সঙ্গে অভিনয় করে পেয়েছেন সফলতা। এরপরে শাকিব-বুবলী জুটি উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় ছবি। তবে এরইমাঝে তাদের নিয়ে অনেক কানাঘুষা চললেও সেসব কান দেননি কেউই।

এদিকে সম্প্রতি বুবলীর একটি ভিডিও প্রকাশ পেয়েছে নেট দুনিয়ায়, যেটি নিয়ে সরোগোল কম হয়নি। অনেকেই আবার সেটিকে ‘সাপোট’ও করেছে। কেননা খোলামেলা পোশাক আর বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনা ঢাকাই সিনেমার আইটেম গানে নতুন কিছু নয়। কিন্তু এই চেনা পথ ছেড়ে ভিন্ন পথে হেঁটেছেন নির্মাতা কাজী হায়াৎ। কারণ তার নির্মিত ‘বীর’ সিনেমার আইটেম গান ‘মিস বুবলী’তে অভিনেত্রীকে উল্টোভাবে উপস্থাপন করেছেন। আর এ কারণেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। 

এ গানের শুটিং চলাকালীন নানা গুঞ্জন উঠেছিল। কারণ শট শেষ হলেই বুবলী দ্রুত মেকআপ রুমে ঢুকে যেতেন। সেখানেও কড়া নিরাপত্তা ছিল। অবাক করার বিষয় হলো বাইরে থেকেও সেই রুম তালা দেয়া ছিল! এ কারণে রহস্যটা আরো ঘনীভূত হয়েছিল। প্রশ্ন উঠেছিল বুবলীর কেন এই লুকোছাপা? অবশেষে এ প্রশ্নের জট খুলেছে।

গতকাল মুক্তি পেয়েছে সেই গানটি। এতে স্বল্পবসনা নয় বরং শালীন পোশাকে হাজির হয়েছেন বুবলী। কালো ফুল স্লিভ জামার সঙ্গে ওড়না দিয়ে তার শরীর ঢাকা। সিনেমার দৃশ্যে নতুনত্ব আনার জন্য এমন কস্টিউম ব্যবহার করা হয়েছে, যা প্রশংসার দাবিদার।

‘বীর’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। আগামী ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি সারাদেশে ‍মুক্তি পাবে। শাকিব খান-শবনম বুবলী এ পর্যন্ত ৯টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন।

‘মিস বুবলী’ শিরোনামের গানটি:-

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা