বৃহস্পতিবার   ৩০ মার্চ ২০২৩   চৈত্র ১৬ ১৪২৯   ০৮ রমজান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
৬৩৯

সরকারি কলেজে শিগগিরই ছাত্র সংসদ নির্বাচন হবে: গোলাম রাব্বানী

নিউজ ডেস্ক:

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯  

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেছেন, ব্রাহ্মণবাড়িয়াসহ জেলা ছাত্রলীগ প্রস্তুত থাকলে দেশের প্রতিটি সরকারি কলেজে শিগগিরই ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হবে। আমরা মানুষকে ভালবাসা দিয়ে মানুষের ঘরে ঘরে যেতে চাই। আমরা এমন ছাত্রলীগ উপহার দিতে চাই, প্রতিটি বাবা মা যেনো গর্ব করে বলে আমার সন্তান ছাত্রলীগের কর্মী। সারা দেশে নৌকা যার, দেশরত্ন শেখ হাসিনার ছাত্রলীগ তার।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী মোড়ে জেলা ছাত্রলীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

রাব্বানী আরো বলেন, শেখ হাসিনা উন্নয়নের মহাসড়কে ছুটে চলেছেন। তিনি পরিবর্তনের ডাক দিয়েছে। দীর্ঘ দিন পর ডাকসুর নির্বাচন দিয়ে তিনি তাই প্রমাণ করেছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন, সিনিয়র সহ-সভাপতি সুজন দত্ত, সহ-সভাপতি শামিম হোসেন সদর উপজেলা ছাএলীগের সভাপতি খায়রুল আমিন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রায়হান, পৌর ছাত্রলীগের সভাপতি মিকায়েল হোসেন হিমেল, সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীন, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক পারভেজ, সাবেক ছাএলীগের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর