বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো চুয়াডাঙ্গা জেলা সেবা দ্রুত বাড়াতে ৯৯৯-এ যুক্ত হচ্ছে কলার লোকেশন ট্র্যাকার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
৭১

দিনদিন সৌন্দর্য বৃদ্ধির রহস্য জানালেন প্রীতম

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

হালের জনপ্রিয় সংগীত শিল্পী প্রীতম হাসান। যার গানের ভক্ত হাজারো সংগীতপ্রেমী। গত বছরের শেষ দিকে মডেল ও অভিনেত্রী শেহতাজকে বিয়ে করেন এই সংগীত তারকা।

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রীতমকে জিজ্ঞেস করা হয় আপনার দিনদিন সৌন্দর্য বৃদ্ধির রহস্য কি? প্রীতম একগাল হাসি দিয়ে বলেন, ‘আমি বিয়ে করেছি। বিয়ের পর সুন্দর হয়ে যাচ্ছি।’ অনুষ্ঠানে উপস্থাপিকা প্রীতমকে প্রশ্ন করেন: তাহলে কি শেহতাজের প্রডাক্ট ব্যবহার করা হয়। আবারো একগাল হাসি দিয়ে বলেন, ‘হ্যাঁ।’

গেল বছরের ২৮ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাঁচতারকা হোটেলে প্রীতম-শেহতাজ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় প্রীতম হাসান ও শেহতাজ মুনিরার ভালোলাগা শুরু হয়। এরপর কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। অবশেষে বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পূর্ণতা দেন তারা।

প্রসঙ্গত, বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। অন্যদিকে, কয়েক বছর ধরে মডেলিং করছেন শেহতাজ। অভিনয়েও দেখা গেছে তাকে। করেছেন গানও। 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা