বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো চুয়াডাঙ্গা জেলা সেবা দ্রুত বাড়াতে ৯৯৯-এ যুক্ত হচ্ছে কলার লোকেশন ট্র্যাকার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
৩৪

আইএমএফের শর্ত মানতে গিয়ে বিপাকে পাকিস্তান

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপের মুখে রুপি-ডলার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেয় পাকিস্তান সরকার। এর ফলে বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দাম প্রত্যাহার করে নেয়। এর পরপরই মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির ৯ দশমিক ৬ শতাংশ দরপতন ঘটেছে। দুই দশকের মধ্যে যা রুপির সর্বোচ্চ দরপতন।

বুধবার দেশটিতে প্রতি ডলার বিক্রি হয়েছে ২৫৫ দশমিক ৪৩ রুপিতে। এর আগে এই দর ছিল ২৩০ দশমিক ৯০ রুপি।

গত কয়েক বছর ধরে রিজার্ভ সঙ্কটের মধ্যে রয়েছে পাকিস্তান। গত বছর এই সংকট আরো তীব্র হয়। ডলার সংকট কাটাতে ২০১৯ সালে আইএমএফের কাছ থেকে ৬০০ কোটি ডলার ঋণ নেয় পাকিস্তান। বন্যার কারণে বিপর্যস্ত পাকিস্তান গত বছর আরো ১০০ কোটি ডলার ঋণ নেয়। ওই সময় ঋণ প্রদানের শর্তের অংশ হিসেবে ডলার-রুপির বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার জন্য ইসলামাবাদ সরকারকে চাপ দেয় আইএমএফ।

পাকিস্তানি ব্রোকারেজ হাউস জেএস গ্লোবাল জানিয়েছে, ১৯৯৯ সালের পর প্রকৃত ও শতাংশ উভয় ক্ষেত্রেই রুপির সবচেয়ে বড় দরপতন ঘটেছে।

এদিকে পাকিস্তানি মুদ্রার ব্যাপক দরপতনের কারণে শুধু আর্থিক সংকট নয়, খাদ্যদ্রব্যেরও ব্যাপক মূল্যবৃদ্ধি হয়েছে। পাকিস্তানের বেশ কিছু অংশে এক প্যাকেট আটা ৩ হাজার রুপিতে পর্যন্ত বিক্রি হচ্ছে বলে গণমাধ্যমে খবর বের হয়েছে।

এছাড়া সম্প্রতি ঘন ঘন ব্ল্যাকআউটও শুরু হয়েছে পাকিস্তানে। আর তাই খরচ কমাতে মন্ত্রী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কমানোর পদক্ষেপ নিয়েছে দেশটি। দেশটিতে নতুন যে প্রস্তাব আনা হয়েছে তাতে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন ১৫ শতাংশ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০ শতাংশ কমানোর কথা বলা হয়েছে।

এমনকি মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা ৩০ জনে নামিয়ে আনার সুপারিশও করা হয়েছে। বর্তমানে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা ৭৮ জন।

সূত্র: এনডিটিভি

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর