বৃহস্পতিবার   ৩০ মার্চ ২০২৩   চৈত্র ১৬ ১৪২৯   ০৮ রমজান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
৬৩

বাংলাদেশ সফরে আসছেন বেলজিয়ামের রানী মাথিল্ডে

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

বাংলাদেশ সফরে আসছেন বেলজিয়ামের রানী মাথিল্ডে। তিনদিনের সফরে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন তিনি।

সফরকালীন মাথিল্ডেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা সংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপন থেকে জানা গেছে এ তথ্য। 

সোমবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’ এর ধারা-২ এর দফা ক-তে দেওয়া ক্ষমতাবলে, বেলজিয়ামের রানী মাথিল্ডেকে আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফরকালীন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করল।

রানী মাথিল্ডে ১৯৭৩ সালে ২০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনিই প্রথম স্থানীয়ভাবে জন্মগ্রহণকারী বেলজিয়ামের রানী। তিনি শিক্ষা, শিশু দারিদ্র্য, আন্তঃপ্রজন্মীয় দারিদ্র্য, সমাজে নারীর অবস্থান এবং সাক্ষরতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে রানী মাথিল্ডে ইউনিসেফ বেলজিয়ামের সম্মানসূচক সভাপতি ছিলেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদানের জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি ব্রেস্ট ইন্টারন্যাশনাল গ্রুপের অনারারি প্রেসিডেন্ট, যা সারাবিশ্ব থেকে একাডেমিক স্তন ক্যান্সার গবেষণা গ্রুপের জন্য একটি অলাভজনক সংস্থা।

তিনি ২০০১ সালে প্রিন্সেস মাথিল্ডে ফান্ড (বর্তমানে রানী মাথিল্ডে ফান্ড) স্থাপন করেন, যা দুর্বল ব্যক্তিদের যতেœর প্রচার করে এবং একটি নির্দিষ্ট খাতে ভালো কাজের জন্য একটি বার্ষিক পুরস্কার প্রদান করে। খাত প্রতিবছর পরিবর্তিত হয়। এসবের মধ্যে রয়েছে প্রাথমিক বছরের শিক্ষা, মহিলাদের স্বাস্থ্য, এবং যুবকদের সহিংসতা থেকে রক্ষা করা।

কুইন মাথিল্ডে রানীর দাতব্য সংস্থাগুলোকে তাদের দৈনন্দিন জীবনে আর্থিক কষ্টের সঙ্গে লড়াই করতে এবং প্রায়শই শেষ অবলম্বন হিসেবে তার কাছে ফিরে আসা নাগরিকদের সাহায্যের প্রস্তাব দেন। 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর