শুক্রবার   ৩১ মার্চ ২০২৩   চৈত্র ১৬ ১৪২৯   ০৮ রমজান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
২০

বিপিএলের মাঝেই সুখবর পেলেন রিজওয়ান

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আসর চলাকালেই একটা সুখবর পেয়েছেন এ ক্রিকেটার। কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

এ নিয়ে তৃতীয়বারের মতো সন্তানের বাবা হলেন রিজওয়ান। এর আগে তার দুইটি কন্যা সন্তান ছিলো। এবারেরটিও কন্যা সন্তান। রিজওয়ানের বাবা হওয়ার খবরটি জানিয়েছে তার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান। 

শুক্রবার (২৭ জানুয়ারি) রিজওয়ানের তৃতীয় কন্যা সন্তানের বাবা হওয়ার খবরটি জানিয়ে মুলতান সুলতানের টুইটারে ‘বেবি কাপ্তান’ নামের সঙ্গে রিজওয়ানের মিনি জার্সির একটি ছবি শেয়ার করে। একই খবর জানিয়েছে পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম জিও নিউজ।

মুলতান সুলতানে ওই পোস্টের ক্যাপশনে লিখেছে, পরিবারের নতুন সদস্যের জন্য আমাদের ক্যাপ্টেনকে অভিনন্দন! এদিকে রিজওয়ানও টুইটারে এই সুসংবাদটি শেয়ার করে মহান প্রভুর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আল্লাহর রহমত যে তিনি কন্যা সন্তান লাভ করেছেন।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর