শুক্রবার   ৩১ মার্চ ২০২৩   চৈত্র ১৬ ১৪২৯   ০৮ রমজান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
৬০৪

প্যারিসে নৌকার পক্ষে ফ্রান্স আওয়ামী লীগের প্রচারণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের লক্ষ্যে ২৫ নভেম্বর সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের লা-স্যাপেল এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে নির্বাচনী প্রচারণা চালানো হয়।

ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই প্রচারণায় অংশ গ্রহণ করেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সহসভাপতি, অস্ট্রিয়াপ্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনউদ্দিন খান লিটন, সহসভাপতি শাহেদ আলী, জাকির হোসেন ভূইয়া, জিয়াউল হক চৌধুরী নাসির, শাজাহান রহমান, শেখ মো. শাজাহান সারু, উপদেষ্টা মিজানুর রহমান চৌধুরী মিন্টু, জহিরুল ইসলাম, প্যারিস নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খান, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানউদ্দিন সিরাজ, এমদাদুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু, আলী হোসেন, সাইদুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগ নেতা কাজী আনোয়ার, আলী আক্কাস, কামাল মিয়া, রাসু মিয়া, মোহাম্মদ আতিকুজ্জামান, সেলিম আলদিন, সেলিমুর রহমান সেলিম প্রমুখ।

নৌকার পক্ষে এই নির্বাচনী প্রচারণায় প্যারিসপ্রবাসীদের বাসায় ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো নির্বাচিত করতে দেশে অবস্থানরত পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের ভোট যাতে আওয়ামী লীগ পায় সেই ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে প্রচারপ্রত্র বিলি করা হয়।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর