বৃহস্পতিবার   ৩০ মার্চ ২০২৩   চৈত্র ১৬ ১৪২৯   ০৮ রমজান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
৯৬

দৌলতপুরে বিএনপি অফিসে ১৭ বোতল ফেনসিডিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩  

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজারে বিএনপির অফিস থেকে ১৭ বোতল ফেনসিডিলসহ যুবদল নেতা শিমুলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়া ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে আসা ডিবি পুলিশের একটি দল বিএনপির পার্টি অফিস থেকে উৎসুক জনতার সামনে ১৭ বোতল ফেনসিডিল জব্দ করে। একইসঙ্গে যুবদলের নেতা শিমুলকে (৩২) গ্রেফতার করে। শিমুলকে গ্রেফতারের সময় ধস্তাধস্তির এক পর্যায়ে উপস্থিত থাকা অনেকেই পালিয়ে যায় বলেও জানান তারা।

জানা গেছে, গ্রেফতার শিমুল মশাউড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। 

অভিযান পরিচালনায় থাকা ডিবি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, উপজেলা বাজার থেকে মাদকদ্রব্যসহ শিমুল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর