বৃহস্পতিবার   ৩০ মার্চ ২০২৩   চৈত্র ১৬ ১৪২৯   ০৮ রমজান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
৩৫

রাজশাহীর জনসভায় নৌকায় ভোট চাইবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের আর বাকি মাত্র এক বছর। কিন্তু নির্বাচনের প্রস্তুতি আমরা আগেই শুরু করে দিয়েছি। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে রাজশাহীবাসীর সমর্থন জানতে চাইবেন প্রধানমন্ত্রী।

গত ১৪ বছরে রাজশাহীর উন্নয়নে যা কিছু করেছেন তার ওপরই ম্যান্ডেট (জনরায়) অবশ্যই চাইবেন তিনি। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রবিবারের প্রধানমন্ত্রীর জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে গিয়ে শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এসব কথা বলেন তিনি।

এর আগে সন্ধ্যায় রাজশাহীতে আসেন তিনি। মাঠে উপস্থিত হয়ে ওবায়দুল কাদের বলেন, স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে রাজশাহীতে।

ওবায়দুল কাদের আরো বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে বেশি শক্তিশালী। আইএমএফের মতে, বিশ্বে বাংলাদেশ ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। বিএনপির নেতারা বাংলাদেশের সঙ্গে শুধু শ্রীলঙ্কার তুলনা করে বেড়ান। বাংলাদেশ নাকি এক মাসের মধ্যেই শ্রীলঙ্কা হয়ে যাবে।কিন্তু পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতির কথা ভুলেও বলেন না তারা।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর