বৃহস্পতিবার   ৩০ মার্চ ২০২৩   চৈত্র ১৬ ১৪২৯   ০৮ রমজান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
৪১

উইন্ডিজের মেন্টর হিসেবে যুক্ত হচ্ছেন লারা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

উইন্ডিজ তো বটেই, বিশ্ব ক্রিকেটের ইতিহাসেই সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ব্রায়ান চার্লস লারা। সম্প্রতি উইন্ডিজ ক্রিকেট দলের পারফরম্যান্স মেন্টরের দায়িত্ব পেয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ফলে সাবেক এই অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের সব ধরনের আন্তর্জাতিক দল ও বোর্ডের একাডেমির সাথে কাজ করবেন। লারা কোচদের সহযোগিতা করবেন ও ক্রিকেটারদের কৌশলগত পরামর্শ দেবেন। আলাপ-আলোচনা আর পরামর্শেই করবেন ক্রিকেটজ্ঞানের উন্নয়ন।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক জিমি অ্যাডামস জানিয়েছেন, কোচ ও খেলোয়াড়দের দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে ব্রায়ান লারা ক্রিকেট প্রক্রিয়া উন্নত করবেন। তাকে এই ভূমিকায় পেয়ে দলটির ক্রিকেটাররাও উচ্ছ্বসিত।

আর নতুন দায়িত্ব নিয়ে লারা বলেছেন, সবার সঙ্গে আলোচনা শেষে বিশ্বাস জন্মেছে যে আমি খেলোয়াড়দের মানসিক দৃষ্টিভঙ্গি ও তাদের কৌশলগুলোকে আরও সফল করতে সাহায্য করতে পারি।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর